ইউক্রেনের পক্ষে যুদ্ধে গিয়ে মার্কিন নাগরিক নিহত: রিপোর্ট

ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। ওই মার্কিন নাগরিকের নাম উইলি জোসেফ ক্যানসেল।

মার্কিন গণমাধ্যম ‘সিএনএন’-এর এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। নিহতের মা রেবেকা ক্যাবরেরা ‘সিএনএন’-এর কাছে দাবি করেছেন, ২২ বছর বয়সি উইলি জোসেফ ক্যানসেল একটি বেসরকারি সামরিক ঠিকাদারি সংস্থায় চাকরি করতেন।

ওই কোম্পানি তাকে অর্থের বিনিময়ে ইউক্রেনে পাঠায়। সেখানে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে এক হয়ে যুদ্ধ করতে বলা হয় তাকে। কিন্তু সোমবার যুদ্ধে মৃত্যু হয় তার।

বলা হয়েছে, ক্যানসেল একজন সাবেক ইউএস মেরিন অফিসার ছিলেন বলে তার মা দাবি করেছেন।

তিনি জানান, ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার কিছু দিন আগে টেনেসিতে সংশোধন কর্মকর্তা হিসেবে পূর্ণ-সময়ের চাকরির জন্য বেসরকারি ওই সামরিক ঠিকাদারি কোম্পানির সঙ্গে যুক্তিবদ্ধ হয় ক্যানসেল।

যখন যুদ্ধ শুরু হয়, তখন ওই কোম্পানি ইউক্রেনে যুদ্ধ করার জন্য লোক খুঁজছিল, সেই সময় ক্যানসেল রাজি হয়ে যায়। সূত্র: সিএনএন