মারিওপোলে বিজয় দিবস উদযাপনের সময় আসবে: রাশিয়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মরণে ৯ মে মারিওপোলে একটি কুচকাওয়াজ হবে কিনা তা জানা নেই, তবে সেখানে বিজয় দিবস উদযাপনের সময় আসবে।

শুক্রবার এমনটিই জানিয়েছে ক্রেমলিন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। সম্প্রতি রাশিয়ান-সমর্থিত বাহিনী কর্তৃক ইউক্রেনের দখলকৃত অঞ্চলে ৯ মে’র পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, মারিওপোলে বিজয় দিবস উদযাপন করার সময় আসবে।

রুশ বাহিনী বলছে, ডনবাস অঞ্চলের শহরের আজভস্টাল স্টিল প্ল্যান্টে ইউক্রেনীয় বাহিনীর অব্যাহত প্রতিরোধ সত্ত্বেও তারা মারিওপোল দখল করেছে।

এদিকে আজভস্টালে আটকে থাকা বেসামরিক লোকদের বের হয়ে যাওয়ার সুযোগ দিতে তিন দিনের যুদ্ধ বিরতির ঘোষণা করেছে রাশিয়া।

টেলিগ্রামকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কির কার্যালয়ের এক কর্মকর্তা এন্ডিয়ে ইয়েরমাক জানিয়েছেন, আমরা ৫০০ নাগরিককে উদ্ধার করতে সক্ষম হয়েছি।