যশোরে গাঁজা বেচাকেনার সময় দুই ব্যক্তি গ্রেফতার

যশোর সদর ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা আলাদা অভিযান চালিয়ে গাঁজাসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের বড় বাজার,কাঠেরপুল এর পশ্চিম পাশের সরকারী জায়গায় হালিম এরভাড়াটিয়া ও বর্তমানে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার গনেশপুর গ্রামের শামচু মেম্বারের বাড়ির পাশের মহর আলীর ছেলে আমির আলী ও যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা পালবাড়ী এলাকার ফরিদ হাসানের ছেলে রাজিব হাসান।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত পৌনে ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে পালবাড়ী নতুন খয়েরতলা গ্রামের জনৈক চ লের মুদি দোকানের সামনে থেকে রাজিব হাসানকে গ্রেফতার করে।

এ সময় তার দখর হতে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, একই দিন মঙ্গলবার ১০ মে দুপুরে সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসীম উদ্দিন গোপন সূত্রে খবর পান আসামী আমির আলী তার চায়ের দোকানের সামনে অবস্থান নিয়ে গাঁজা বেচাকেনা করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা আমির আলী দৌড়ে পালানোর সময় ব্যর্থ হয়। তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।