যশোরে চুরির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি আটক

যশোর শহরের বকচর হুশতলা আইটি পার্ক আবাসিক এলাকার একটি বাড়িতে চুরির ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন দুই আসামিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের গাজীপাড়ার মৃত হাকিম ফারাজীর ছেলে শান্ত ফারাজী এবং একই এলাকার মৃত ইজ্জত আলী মোড়লের ছেলে সাকিব হোসেন।

এসআই কাজী আবু জুবাইর জানিয়েছেন, গত ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে ওই এলাকার তপন কুমার রায়ের বাড়িতে চুরি হয়।

চোরেরা বাড়ির দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে শোকেস ও আলমারি থেকে ৩টি সোনার চেইন, একটি নেকলেস, এক জোড়া কানের দুল, ৫টি আংটি, একটি ব্রেসলেট এবং ৫০ হাজার টাকা চুরি করে নেয়।

এই ঘটনায় থানায় একটি মামলা হয়। পুলিশের হাতে ওই দুইজনকে সন্দেহ করেছে বাদী। তাদের ঘটনার দিন সন্ধ্যার আগে তাদের বাদির বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে।

তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমান পাওয়ার পর তাদের আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।