চাল নিয়ে সংকট শিগগিরই কাটবে: বাণিজ্যমন্ত্রী

চাল নিয়ে সংকট শিগগিরই কাটবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয় ধান ও চালের অবৈধ মজুতের বিরুদ্ধে যেভাবে মাঠে নেমেছে তাতে শিগগিরই এর সংকট কেটে যাবে।

বৃহস্পতিবার (০২ জুন) বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ে আলাপকালে তিনি একথা জানান।

প্যাকেটজাত চাল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ক্রেতা আছে বলেই প্যাকেটজাত চাল বিক্রি হয়।

তিনি বলেন, ভোজ্যতেলের দাম নির্ধারণে শিগগিরই মিলারদের সঙ্গে বৈঠকে বসবে সরকার, তবে দাম বাড়বে না বলে জানান তিনি।