যশোরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার বালিয়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশের সভাপতিত্বে উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাঈল হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান, সমবায় অফিসার রনজিত দাস, ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী। এই প্রতিযোগিতায় ৫০টি ইভেন্ট সদরের ২৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৮টি ইভেন্টে ১৭৪টি স্কুলের শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।