ইভিএম ঠিকমতো কাজ করেনি, প্রশাসন ভালো ভোট করেছে

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক (সাক্কু) বলেছেন, ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোটারদের অপেক্ষা করতে হয়েছে। অনেক কেন্দ্রে ইভিএম ঠিকমতো কাজ করেনি। তারপরও প্রশাসন ভালো ভোট করেছে বলে আমি মনে করি।’ বুধবার (১৫ জুন) ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে।

মনিরুল হক পরপর দুবার কুমিল্লা সিটি নির্বাচনের মেয়র পদে বিজয়ী হয়েছেন। ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। নগরীর হোচ্চা মিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মনিরুল হক।