পশ্চিমা দেশগুলো ভুয়া খবর ছড়াচ্ছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

lorlov rushia

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলো ভুয়া খবর ছড়াচ্ছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। আর এই খবরগুলো আরও ছড়িয়ে দিতে জাতিসংঘের কর্মকর্তাসহ আন্তর্জাতিক কূটনীতিকদের ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।

ইউক্রেনে হামলা শুরুর জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কর্মকাণ্ডকে প্রথম থেকেই দায়ী করে আসছে রাশিয়া। বিবিসির সাক্ষাৎকারেও সেই একই কথা বলেছেন লাভরভ। তার ভাষায়, ‘আমরা বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়েছিলাম। কারণ, ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা যে অপরাধ, তা পশ্চিমাদের বোঝাতে আমাদের কাছে আসলে আর কোনো পথ বাকি ছিল না।’

আলাপের একপর্যায়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে নাৎসি প্রভাব রয়েছে। যুদ্ধ শুরুর পেছনেও রাশিয়ার একটি উদ্দেশ্য ছিল ইউক্রেনকে ‘নাৎসি প্রভাবমুক্ত করা’।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার, জাতিসংঘের মহাসচিব, অন্যান্য প্রতিনিধিসহ আন্তর্জাতিক কূটনীতিকদের চাপ দিচ্ছে পশ্চিমারা। আর পশ্চিমাদের ভুয়া খবরগুলো আরও ছড়িয়ে দিতে প্রায়ই তাদের ব্যবহার করা হচ্ছে।’