বেশি দামে ঢেউটিন বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

 

যশোরের কেশবপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ঢেউটিন বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। শনিবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন কেশবপুর হাসপাতাল সড়কের মের্সাস আলিশা কর্পরেশনে (রড, সিমেন্ট, ঢেউটিনের দোকান) অভিযান চালায়। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ঢেউটিন বিক্রি করার অভিযোগে দোকানের মালিক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য দীর্ঘদিন ধরে কেশবপুর শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি মূল্যে পণ্য বিক্রির অভিযোগ রয়েছে।