মানুষের ভোগান্তি লাঘবে আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

মানুষের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছি বন্যার্তদের সহায়তার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি বন্যাকবলিত এলাকার মানুষকে আশ্বাস দিতে চাই, সরকার আপনাদের পাশে আছে। মানুষের ভোগান্তি লাঘবে আমরা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি দরকার তা হলো শুকনো খাবার ও বিশুদ্ধ পানির। আমরা তার ব্যবস্থাই করছি। আমাদের দলের নেতাকর্মীরাও সাধ্যমত দুর্গত মানুষের ঘরে শুকনো ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বন্যার পানি নেমে গেলে বাড়িঘর মেরামত এবং কৃষি পুনর্বাসনের কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশ দিয়েছি। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের নির্দিষ্ট করে প্রস্তুতি নেওয়া হয়েছে।’