‘সে পালিয়েছে? আমরা সব রাজাপাকসেকে কারাগারে চাই‘

 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালানোর খবরে বিক্ষোভের প্রধান স্থান রাজধানী কলম্বোর গলে ফেস গ্রিন পার্কের বিক্ষোভকারীদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। গোতায়ারা পালানোতে কেউ খুশি, আবার কেউ ক্ষুব্ধ।

 

গোতাবায়ার পালানোর খবর পর গলে ফেস গ্রিন পার্ক থেকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনকে জিপি নিমাল নামে এক বিক্ষোভকারী বলেন, আমরা এমনটা চাইনি। আমরা তাকে এখানে রাখতে চাই। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং আমরা সব রাজাপাকসেকে একটি খোলা কারাগারে নিতে চাই। যেখানে তারা কৃষিকাজ করতে পারবেন।

 

 

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গত ৪৩ দিন এই পার্কে অবস্থান করা নিমাল আরও বলেন, এখানে বিচার নেই।

 

 

বিবিসির সাংবাদিক যখন নিমালের সঙ্গে কথা বলছিলেন তখন সেখানে যোগ দেন মালদ্বীপের এক যুবক। তিনি সম্প্রতি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় এসেছেন। যখন তাকে বলা হলো গোতাবায়া মালদ্বীপে পালিয়ে গেছেন, তখন তিনি মৃদু ঝাঁকুনি দিয়ে বিড়বিড় করেন এবং হাসেন।

 

এরপর মালদ্বীপের ওই যুবক বলেন, এটা খুবই বিব্রতকর। এটা ঠিক হয়নি। এমনকি মালদ্বীপও দুর্নীতিগ্রস্ত এবং শ্রীলঙ্কার পথেই হাঁটছে।