এশিয়া কাপ কোথায় হবে জানালেন সৌরভ গাঙ্গুলি

 

অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত শ্রীলংকায় এবারের এশিয়া কাপ হবে কিনা তা নিয়ে দোলাচলে ছিল ক্রিকেটবিশ্ব।

টুর্নামেন্ট শুরুর ৩৭ দিন আগেও ভেন্যু নিয়ে ছিল সংশয়। অবশেষে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও ভারতের কথা আলোচনায় ছিল শ্রীলংকায় সংকট শুরুর সময় থেকেই।

তবে বৃহস্পতিবারই সেই আলোচনাকে থামিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। জানিয়ে দিলেন, এবারের এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে।

বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের এক বৈঠক শেষে বিসিসিআই সভাপতি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, এবার এশিয়া কাপ আরব আমিরাতে হবে। কারণ এটাই একমাত্র ভেন্যু যেখানে বৃষ্টির সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ২০২২ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ আগস্ট হওয়ার কথা বাছাইপর্ব।

মূলপর্বে সরাসরি খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত থেকে একটি দল জায়গা করে নেবে মূল লড়াইয়ে।