বাঘারপাড়ায় টিএমএসএস শাখা উদ্বোধন

প্রবাসীদের অর্থ সহজে মানুষের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস শাখা উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার শহরের পৌরকবর স্থান পাড়ায় এ শাখার উদ্বোধন করা হয়। শাখাটির উদ্বোধন করেন সংস্থার উপ পরিচালক (ডোমেন-৬) আব্দুর রাজ্জাক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার শাখা ব্যবস্থাপক মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মকবুল হোসেন, অগ্রণী ব্যাংকের বাঘারপাড়া শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক আরিফ উর রহমান, যশোর জোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম, আঞ্চলিক ব্যবস্থাপক আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মানুষের সেবাই টিএমএসএস আজ সারা দেশে এক হাজার শাখা নিয়ে কার্যক্রম করে যাচ্ছে। মানুষ যাতে সহজে তাদের প্রবাসী অর্থ পেতে পারে তার জন্য চার হাজারের বেশি কর্মী কাজ করে যাচ্ছে।
উদ্বোধন শেষে উপকার ভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়।