সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আবর্জনার ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি টাকা।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এই সোনার বারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার বারের ওজন ১ কেজি ১৬ গ্রাম। তবে কে বা কারা নিয়ে এই সোনা নিয়ে এসেছেন তা জানতে পারেননি রাজস্ব কর্মকর্তারা। কাউকে আটক করাও সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বলেন, আমাদের কাছে আগেই তথ্য ছিলো এই ফ্লাইটে সোনা আসতে পারে। তাই বিমান অবতরণের পরই আমরা সব যাত্রীদের তল্লাশি করছিলাম। কিন্তু কোন যাত্রীর কাছে কিছু পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ট্রলি স্ক্যান করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।
এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।