যশোরে অস্ত্র ও বিস্ফোরক মামলায় গোল্ডেন সাব্বিরের ১ দিনের রিমান্ড

যশোরে অস্ত্র ও গুলিসহ আটক সন্ত্রাসী সাব্বির ওরফে গোন্ডেন সাব্বিরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সাব্বির শহরের শংকরপুরের মেচিয়ার খোকনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১৯ জুলাই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুজলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সাকিব হোসেনের বাড়ির সামনে থেকে সাকিবসহ তিনজনকে আটক করে পুলিশ। আটক অপরদুইজনে হলো গোল্ডেন সাব্বির ও পুলেরহাটের ইব্রাহিম হোসেন ওরফে ডলার ওরফে ডুইংকে। এ সময় তাদেরকাছ থেকে একটি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ৫টি ককটেল ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক তিন জনের বিরুদ্ধে আদালাদা মামলা করে।

অস্ত্র ও বিস্ফোরক মামলায় আটক তিনজনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক গোল্ডেন সাব্বিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর ও অপর দুই আসামির রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।