যশোরে নারীকে মারপিটের ঘটনায় থানায় মামলা

mamla rai

 

যশোর সদর উপজেলার হালসা গ্রামে আঁখি বেগম নামে এক নারীকে মারপিটের ঘটনায় আদালতে দায়েরকরা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। ঘটনার তিন সপ্তাহ পর রোববার থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।

আসামিরা হলো, একই গ্রামের শাহাজাহন ঢালী (৫০), তার স্ত্রী শিলা বেগম (৪৩) এবং ছেলে সোহান ঢালী (২০)।

হালসা গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী আঁখি বেগম এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের পূর্ব শত্রুতা ছিল। যে কারণে তারা প্রায় সময় তার এবং পরিবারের সদস্যদের হুমকি দিতো। গত ২৪ জুলাই বেলা ১২টার দিকে তার স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে আসামিরা পানি ফেলা নিয়ে তার বাড়ির মধ্যে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি নিষেধ করায় একটি শাবল দিয়ে তার মুখে আঘাত করে। এতে তার দাঁত ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। তার পড়নের কাপড় টেনে শ্লীলতাহানী ঘটায়। রান্নাঘর ভাংচুর করে ক্ষতি করে। তার গলাই থাকা ৪০ হাজার টাকা মূল্যর একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে দ্রুত চলে যায়। পরে তিনি যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

পরে স্থানীয় ভাবে বিষয়টি মিটিয়ে নেয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যর্থ হয়ে গত ১০ আগস্ট আদালতে পিটিশন দাখিল করেন।