যশোরে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান ছয় জুয়াড়ী গ্রেফতার

সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ছয় জুয়াড়ীকে গ্রেফতার করেছে সাজিয়ালী পুুলিশ ক্যাম্পের সদস্যরা। এরা হচ্ছে,সদর উপজেলার সাজিয়ালী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ইব্রাহীম হোসেন, একই উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে বাবর আলী, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান, একই গ্রামের মাখনের ছেলে সুজন, নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলী বাবু ও একই গ্রামের ডাবলুর ছেলে আজিজুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোমবার ১৫ আগষ্ট দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই মনিরুল ইসলাম জানান, সোমবার ১৫ আগষ্ট রাতে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ইসলামপুর গ্রামের জনৈক আলমগীরের জমির উপর নির্মিত পরিত্যক্ত টিনের দোচালা ঘরের মধ্যে একজন জুয়াড়ী টাকার বিনিয়ে তাস দিয়ে জুয়া খেলা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৯ টায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ীরা দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় ব্যর্থ হয়। সেখান থেকে জুয়া খেলার অভিযোগে উল্লেখিত ৬ জুয়াড়ীকে গ্রেফতার করে। তাদের দখল হতে জুয়া খেলার নগদ ১০ হাজার ১শ’ টাকা দুই বান্ডিল তাস উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতে জুয়া আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী কর্মকর্তা।#