বেনাপোলে বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিলে হামলা, যশোর জেলা ছাত্রদলের ক্ষোভ ও নিন্দা 

jessore bnp map

 

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৭৭ তম জন্মবার্ষিকীতে সুস্থতা কামনা, সাম্প্রতিক ঘটনায় পুলিশি গুলিবর্ষণে নিহতদের আত্মার মাগফিরাত ও আহত নেতৃবৃন্দের সুস্থতা কামনায় যশোরের বেনাপোল পৌর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী’র হামলায় বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল কলেজ ছাত্রদলের আহবায়ক সাকিদুর রহমান আলিফ, পৌরের ৮ নং ওয়ার্ড সভাপতি আশিকুর রহমান ও ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন আহমেদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।

দোয়া মাহফিলের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনে উক্ত ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপনপূর্বক অবিলম্বে দোষীদের’কে আইনের আওতায় এনে শাস্তি’র দাবি’র পাশাপাশি আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,

হামলা-মামলা-অত্যাচার-নির্যাতন চালিয়ে কখনই গণতান্ত্রিক আন্দোলনের আজন্ম সংগ্রামী’দের সাহসী পদযাত্রা’কে রুখে দেওয়া যায় না। দমন-পীড়নের মাত্রা যত বেশি হবে নেতা-কর্মীদের মনোবল তত বেশি ইস্পাত কঠিন আকারে রূপ নেয়। রাতের আঁধার যত গভীর হয়, ভোরের সোনালী আলো ততই সন্নিকটে। অচিরেই গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নির্যাতিত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে ভেসে যাবে নব্য বাকশালী স্বৈরাচারের সকল ষড়যন্ত্র, জিয়া পরিবারের নেতৃত্বে আসন্ন গণআন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আকাশে উদিত হবে গণতন্ত্রের স্বাধীন সূর্য, এটায় হবে আজকের নির্যাতিত নেতৃত্বের অঙ্গীকার।