যশোরে জিআরও অফিস থেকে নথিপত্র চুরির সময় আইনজীবীর সহকারী গ্রেফতার

যশোর সদর কোর্ট জিআরও অফিস কক্ষের আলমারী থেকে গোপন নথিপত্র চুরি কালে রনি শেখ (৩৮) নামে কথিত এক আইনজীবী সহকারীকে (মহুরী) গ্রেফতার করেছে পুলিশ। রনি শেখ যশোর সদর উপজেলার ধর্মতলার নূর মোহাম্মদ শেখের ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। যশোর সদর কোর্টের জিআরও কোতয়ালি থানা শাখার কনসটেবল খায়রুল হাসান (নং ১০৭৮) মামলা করেন। শনিবার ৩ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কনস্টেবল খায়রুল হাসান (নং ১০৭৮) মামলায় উল্লেখ করেন, তিনি ২ সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রতিদিনের মতো অফিসে এসে কাজ করতে থাকেন। দুপুর ১ টায় জিআরও এসআই মুজিবর রহমান জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে যান। তখন অফিসে খায়রুল হাসান ও নারী কনস্টেবল কং ১৮৮৫ অর্পা আক্তার, কং ১৩৫৮ সেয়দ আতিকুজ্জামান কাজ করছিলেন। কাজ করাকালীন খায়রুল অফিসের পাশে ওয়াশ রুমে যায়। দুপুর ২ টায় ওয়ারুম থেকে ফিরে অফিসে প্রবেশের সময় দেখতে পান যে একজন ব্যক্তি জিআরও অফিস কক্ষে প্রবেশ করে জিআরও এর আলমারীতে রক্ষিত গোপন নথিপত্র অসৎ উদ্দেশ্যে চুরি করার চেষ্টা করছে।

খায়রুল অফিস কক্ষে প্রবেশ করে রনি শেখকে আলমারী খোলার কারণ জানতে চাইলে সে কোন সদুত্তর দিতে পারে না। পরবর্তীতে খায়রুল ঘটনার বিষয়ে জিআরও এসআই মুজিবর রহমানকে অবহিত করে। এসআই মুজিবর এসে রনি শেখকে কি কারনে অফিসে অনধিকার প্রবেশ করে আলমারী খুলেছে জিজ্ঞাসাবাদ করলে সে কোনরুপ সুস্পষ্ট জবাব দিতে পারে না। পরবর্তীতে কোর্ট পুলিশ পরিদর্শক-২ রোকসানাকে অবগত করলে তিনি তৎক্ষনিক অফিসে এসে উর্ধ্বত কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে রনি শেখকে কোর্ট পুলিশ হেফাজতে রাখে।

এরপর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালি থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রনি শেখকে হেফাজতে নেয়। শনিবার দুপুরে তাকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত সূত্রে জানা গেছে, রনি শেখ কথিত আইনজীবী সহকারী (মহুরী) হিসেবে দীর্ঘদিন আদালতে আসা যাওয়া করে।#