বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে যশোর জেলা ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

jessore bnp map

যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক কাজী তৌফিক এলাহী টনি-এর গ্রেফতার ও ছাত্রদল নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে যশোর জেলা ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ।

যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক, হামলা-মামলা-কারাবাসে নির্যাতিত জাতীয়তাবাদী পরিবারের সন্তান, মেধাবী ছাত্রনেতা কাজী তৌফিক এলাহী টনি’কে গত শনিবার রাতে আটক করে মিথ্যা মামলা দায়েরপূর্বক আদালতে হাজির করলে, আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। পুলিশ একই মামলায় এবং পরবর্তীতে অপর একটি বানোয়াট মামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি বেনজির বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম তুহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমামুল ইসলাম, যশোর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ জহির উদ্দিনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যথাক্রমে ৫৪ ও ৫৬ জনকে আসামী করে।

ছাত্রনেতা টনি’র
অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও ছাত্রদলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ নেওয়াজ ইমরান।

আজ এক বিবৃতিতে নেতৃত্রয় বলেন, পুলিশ আজ নিজেদের শপথ ভঙ্গ করে প্রজাতন্ত্রের কর্মচারী থেকে জনসমর্থনহীন ফ্যাসিবাদী সরকারের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্র পুনরোদ্ধারের পথকে অবরুদ্ধ করতে হামলা-মামলা-গ্রেফতারের পথ বেঁছে নিয়েছে৷ তবে
হামলা-মামলা-জেল-জুলুম-নির্যাতন চালিয়ে কখনই গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সিপাহীদের সাহসী পদযাত্রাকে রুখে দেওয়া যায় না। দমন-পীড়নের মাত্রা যত বেশি হবে নেতা-কর্মীদের মনোবল তত বেশি ইস্পাত কঠিন আকারে রূপ নেবে। রাতের আঁধার যত গভীর হয়, ভোরের সোনালী আলো ততই সন্নিকটে। অচিরেই গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নির্যাতিত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে ভেসে যাবে নব্য বাকশালী স্বৈরাচারেরর সকল ষড়যন্ত্র, জিয়া পরিবারের নেতৃত্বে আসন্ন গণ-আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আকাশে উদিত হবে গণতন্ত্রের স্বাধীন সূর্য, এটাই চলমান আন্দোলনে সকলের অঙ্গীকার।