যশোরে যৌতুকের দাবিতে নারীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

চার লাখ টাকা যৌতুকের দাবিতে নারীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। গতরোববার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল ট্রাইব্যুনাল-১ আদালতে এ মামলা করেন ভুক্তভোগী চুড়ামনকাটি গ্রামের জাকির হোসেনের মেয়ে মুসলিমা খাতুন। মামলার আসামিরা হলেন, সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামের বাসিন্দা বাদীর স্বামী আল আমিন, আল আমিনের মা রহিমা বেগম, পিতা জাফর মোল্যা ও ভাই ইমরান হোসেন। বিচারক গোলাম কবির অভিযোগ আমলে নিয়ে সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০২১ সালের ১২ জুলাই আল আমিনের সাথে মুসলিমার বিয়ে হয়। বিয়ের বেশকিছুদিন পর আসামিরা চার লাখ টাকা যৌতুক দাবি করেন। পিতা দরিদ্র হওয়ায় যৌতুক দিকে অস্বীকার করলে নানা সময় মুসলিমার উপর শারীরিক নির্যাতন চালাতো স্বামীসহ অন্যান্য আসামীরা। একপর্যায়ে গত ২৮ মে যৌতুকের দাবিতে মারপিট, চুলা থেকে জ্বলন্ত কাঠ দিয়ে হাতে ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। হাত, পা ও পিঠের বিভিন্ন স্থান পুড়ে গেলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। দীর্ঘ ১৫ দিন হাসপাতালে চিকিৎসার পর মুসলিমা খাতুন বর্তমানে চার মাস বয়সী মেয়েকে নিয়ে চুড়ামনকাটিতে পিতার বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিচার দাবি করেছেন এ নারী।