যশোর জেলা স্কুলের সামনে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

jessore atok map

শহরের মুজিব সড়কের জেলা স্কুল এর সামনে সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবস্থানকালে পুলিশ বার্মিজ চাকুসহ আলম শেখ (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সে যশোর শহরের খড়কী কবরস্থান দক্ষিণপাড়ার মৃত নওশের আলীর ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত আলম শেখসহ তার সহযোগী পলাতক ৩ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে মামলা করেন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর এএসআই লাবলু হোসেন। মামলায় পলাতক আসামীরা হচ্ছে, শহরের খড়কী বামনপাড়ার তপনের ছেলে সাজু হোসেন, মানিকের ছেলে জীবন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলমপুর গ্রামের বর্তমানে যশোর শহরের খড়কী কবরস্থানপাড়ার আমান উদ্দিন শেখ এর ছেলে শরিফুল ইসলাম।

পুরাতন কসবা পুলিশ,বুধবার তিনিসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করার সময় রাত ৮ টার পর শহরের দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের মুজিব সড়স্থ জিলা স্কুলের সামনে উঠতি বয়স্ক যুবক/ যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে।

খবর পেয়ে রাত সোয়া ৮ টার পর সেখানে অফিসার ও ফোর্সসহ উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সকল আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ আলম শেখ নামে এক যুবককে ষ্টীলের তৈরী বার্মিজ চাকুসহ গ্রেফতার করে। বাকীরা সু-কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ষ্টীলের বার্মিজ চাকু স্থানীয় লোকজনের সামনে জব্দ করে। পরে তাকে রাতে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন। বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর গ্রেফতারকৃত আলম শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে।