যশোরে ফেনসিডিল বিক্রিকালে তিন যুবক মোটর সাইকেলসহ গ্রেফতার

jessore atok map

শহরের চাঁচড়া বাবলাতলার মোড়ে লাল মৎস্য হ্যাচারীর সামনে অবস্থান নিয়ে ফেনসিডিল বিক্রির অভিযোগে তিন ফেনসিডিল বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের শংকরপুর (বটতলা)র আলতাফ হোসেন আলতুর ছেলে রাকিব হাসান ওরফে অনি,শংকরপুর বটতলার রুস্তম আলীর ছেলে সামিন আহম্মেদ শিপন ও একই এলাকার আলমগীরের ছেলে দিপু ওরফে রাজ। গ্রেফতারকৃতদের দখল হতে ২০ বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেল জব্দ করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর রাতে ফাঁড়ীর সদস্যরা গোপন সূত্রে খবর পান চাঁচড়া ৩৩/এ,কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের পূর্বে বাবলাতলার মোড়ে লাল মৎস্য হ্যাচারীর বিপরীতে মাদক বিক্রেতা অবস্থান নিয়ে ফেনসিডিল বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯ টায় সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল নিয়ে অবস্থানরত ওই তিন যুবক তাদের ব্যবহৃত মোটর সাইকেল এবি এ্যাপাচী নিয়ে পালানোর সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পরে রাকিব হাসান অনির শরীরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১২ বোতল, সামিন আহম্মেদ শিপনের প্যান্টের কোমরে গোজা ৫ বোতল ও দিপু ওরফে রাজের প্যান্টের পকেটে থাকা৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন। গ্রেফতারকৃতদের শুক্রবার ৯ সেপ্টেম্বর দুপুরে আদালতে সোপর্দ করেছে। পুলিশ জানায়,গ্রেফতারকৃত অনিক ওরফে অনি’র বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকসহ ৭টি মামলা, দিপুর বিরুদ্ধে ২টি ও শিপন খাঁর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।