যশোরে পুুলিশ ও মাদকদ্রব্য বিভাগের আলাদা অভিযানে ইয়াবা ও রেকটিফাইট স্পিরিট উদ্ধার,গ্রেফতার-১

কোতয়ালি মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় খ” সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে শনিবার ১০ সেপ্টেম্বর ১শ’ পিস ইয়াবা ও ১২ বোতল রেকটিফাইট স্পিরিট উদ্ধার করেছে। এ সময় মাদক নিজ হেফাজতে রাখার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে,যশোর শহরের খড়কী বামনপাড়া কাসার দিঘীর পাড় বর্তমানে খড়কী বর্মনপাড়া মেজবাহ উদ্দিন টিপুর বাড়ির ভাড়াটিয়া মৃত সলেমান শেখ এর ছেলে রতন শেখ। এ ঘটনায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।

কোতয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানাগেছে, থানার এক এসআই শনিবার ১০ সেপ্টেম্বর রাত পৌনে ৯ টায় গোপন সূত্রে খবর পান শহরের চাঁচড়া রায়পাড়াস্থ জামতলা মোড় আঞ্চলিক প্রানী রোগ অনুসন্ধান গবেষনাগার এর সামনে এক ব্যক্তি মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে রাত ৯ টায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ইয়াবা নিয়ে অবস্থানরত রতন শেখ দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখল হতে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় খ’ সার্কেলের সদস্যরা শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার সীতারামপুর শেখপাড়া গ্রামের আসামী শেখ লাতিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১২টি প্লাস্টিকের বোতলে থাকা রেকটিফাইট স্পিরিট উদ্ধার করে। তবে সিতারামপুর শেখপাড়ার মৃত শেখ আজিজুল হকের ছেলে শেখ ললিফুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি। অভিযানের আগেই সে পালিয়ে যায়। মাদক উদ্ধারের ঘটনায় শনিবার রাতে কোতয়ালী মডেল থানায় আলাদা দু’টি মামলা হেেছ। গ্রেফতারকৃত রতন শেখকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।