আমাকে সাথে রাখবেন? দুইটা গুলি খাবো: শাওনের ভাই

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত শাওন প্রধানের ভাই ফরহান প্রধান সামনে থেকে আন্দোলন করতে চান। প্রয়োজনে গুলিও খেতে চান তিনি!

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে যুবদলের দুই কর্মী শাওন প্রধান ও শাওন ভূঁইয়া হত্যার প্রতিবাদে আয়োজিত জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।

ফরহান প্রধান বলেন, আমার ভাই শাওন হত্যার বিচার চাই আমি। আমিও আপনাদের আন্দোলনে সামনে থাকতে চাই।

আমাকে কি আপনারা রাখবেন? আমিও প্রয়োজনে দুটি গুলি খাবো।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের কি অপরাধ ছিল আমি তো এখনো বুঝি না।

এ প্রশ্নের উত্তর কে দেবে?

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েজ, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।