যশোর চৌগাছায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় চত্বরে এ সমাবেশ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের সুফল ভোগ করছে দেশের মানুষ। প্রত্যেকেই কোন না কোনভাবে সরকারি গৃহীত কর্মসূচির আওতায় সুফল পাচ্ছেন। নাগরিকদের তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে হবে।

নারীর ক্ষমতায় প্রসঙ্গে ইরুফা সুলতানা বলেন, সরকার নারীদের অনেক ঋণ সুবিধা দিচ্ছে। তারা সেই ঋণের টাকা স্বামী, পিতামাতা কিংবা ভাইয়ের হাতে তুলে দেন। স্বামী কিংবা পরিবারের পাশাপাশি নারীরা নিজেরা উদ্যোক্তা হলে স্বাবলম্বী হতে পারবে। নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তার আর্থিক সক্ষমতা বাড়াতে হবে। আর্থিকভাবে সাবলম্বী হলে পরিবারের পাশাপাশি সমাজেও নারীর গুরুত্ব বাড়বে। এক্ষেত্রে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করলে সফলতা আসবেই। মনে রাখতে হবে সাবলম্বী হওয়া মানেই চাকরি নয়। বিভিন্ন কাজ করেও সাবলম্বী হওয়া যায়। প্রত্যেক পেশাকেই সম্মান করতে হবে। কিন্তু এটা আমরা বুঝতে চায় না।

সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, বিজিবি বর্ণি ক্যাম্পের নায়েব সুবেদার আবদুল ওয়াহাব, ইউপি সদস্য তরিকুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য সুফিয়া বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক।