হরিণাকুন্ডুর কুমার নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

las

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুমার নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার নিত্যনন্দপুর গ্রামের কুমার নীদতে। এরা হলেন উপজেলার নিত্যনন্দপুর গ্রামের সাইফুল ইসলামের মেজো মেয়ে আরিফা খাতুন(৪) এবং একই উপজেলার দরীবিন্নী গ্রামের উজ্জল হোসেনের মেয়ে জেসমিন আক্তার(৫) নামের দুই শিশু।সজন ও এলাকাবাসী সুত্রে জানাযায়, নিত্যনন্দপুর গ্রামে ছোটমামা আশরাফুল ইসলামের বিয়েতে বেড়াতে এসে জেসমীন আক্তার ও তার মামাতো বোন আরিফাকে নিয়ে মামাবাড়ীর পার্শবর্তী কুমার নদীর ধারে খেলতে যায়।খেলার এক পর্যায়ে দুই বোনাই নদীর পানিতে পড়ে যায় এবং নদীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। তাদের দু’জনের লাশ নদীর পানিতে ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।উদ্ধার করার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।প্রতিবেশীরা জানান, বিয়ের আনুষ্ঠানে বরকে গোছল করানোর কাজে বাড়ির সকলেই ব্যস্ত থাকার কোন এক সময় নদীর ধারে যায় আর তাদের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।হরিণাকুন্ডু চরপাড়া ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম জানান, নিত্যনন্দনপুরে মামাতো বোন আরিফাকে সঙ্গে নিয়ে কুমার নদের পাশে খেলা করতে যায় ইয়াসমিন। এসময় হঠাৎ তারা নদীতে পড়ে যায় এবং তাদের মৃত্যু হয়। এক পর্যায়ে লাশ দুটি ভেসে ওঠলে এলাকাবাসী তা উদ্ধার করে।