ঝিনাইদহে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু

ঝিনাইদহে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টা থেকে সদর উপজেলার নগরবাথান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে টিকাদান উদ্বোধন করা হয়। শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি ফাইজারের এই টিকা ২৪৬ টি কেন্দ্রের মাধ্যমে জেলার ২ লক্ষ ৫৯ হাজার ৮৪৩ জন শিশুকে দেওয়া হবে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, শিশুদের মধ্যে প্রথম টিকাদান শুরু হল, তাই স্বাস্থ বিভাগের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতা মুলক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রস্তুত রয়েছে মেডিকেল টিম। এখনও কোথাও সমস্যা হয়নি।
তবে শিশুদের টিকা দিতে পেরে সন্তুষ্টির কথা জানান অভিভাবকরা।