চাঁচড়া ফাঁড়ি পুলিশ আলাদা অভিযান চালিয়ে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় দুই নারী মাদক বিক্রেতাকে। এরা হচ্ছে,যশোর শহরের রায়পাড়া কয়লা পট্টি (৬নং ওয়ার্ড) সোহরাব হোসেন ওরফে ছোট এরস্ত্রী ও মৃত মোরশেদ আলীর মেয়ে শিলি বেগম ও সদর উপজেলার মন্ডলগাতী মাদ্রাসার দক্ষিণে রব আলীর স্ত্রী ও মৃত ইব্রাহিম মোল্লার মেয়ে আনোয়ারা বেগম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদা দু’টি মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ীর এক এএসআই মঙ্গলবার ১৮ অক্টোবর বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের রায়পাড়া কয়লা পট্টি মিন্টুর বাড়ির দক্ষিন পাশ থেকে আনোয়ারা বেগমেক গ্রেফতার করে। এসময় তার দখল হতে ২শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে,ওই ফাঁড়ীর এক এসআই মঙ্গলবার ১৮ অক্টোবর বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের রায়পাড়া কয়লাপট্টি শিলি বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির উঠান থেকে শিলি বেগমকে গ্রেফতার করে। তার দখলে থাকা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।#