যশোরের কৃতিসন্তান বীর মুক্তি যোদ্ধা, সংগঠক, রাজনীতিবিদ, এ জেড এম ফিরোজের কাল বৃহস্পতিবার ৯ম মৃত্যু বার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওদা গ্রাম জামে মসজিদে বাদ আছর পরিবারের পক্ষ থেকে দোয়া ও কবর জিয়ারত করা হবে। ২০১৩ সালের ২০ অক্টোবর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালনকালীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের আগে জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য ছিলেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব বাহিনীর ট্রেনিং শেষে মহেশপুর থানায় মুজিব বাহিনীর কমান্ডার নিযুক্ত হন ও পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তি যুদ্ধে অংশ গ্রহন করেন।