বিয়ের দাবিতে সাবেক মেম্বরের বাড়িতে সাইফুল ইসলামের বউ অবস্থান নিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার মনিরামপুরের শ্যামকুড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ( লাউড়ী) সাবেক মেম্বর মুজিবর রহমানের বাড়িতে।
একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে দৈনিক সম্পর্ক চালিয়ে আসছিল সাবেক এই মেম্বরের ছেলে রাসেল।
অবশেষে বুধবার সকালে ওই গৃহবধূ বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নিলে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয় এবং অসংখ্য নারী পুরুষ ওই বাড়িতে ভীড় করতে থাকে। এদিকে সম্মান বাঁচাতে সাবেক এই মেম্বর পুলিশের সহযোগিতার ওই গৃহবধূকে পুলিশ দিয়ে ওই বাড়ি থেকে সরানোর চেষ্টা করে এবং পুলিশের পক্ষ থেকে ওই গৃহবধূকে বলা হয়েছে লিখিত অভিযোগ দায়ের করতে।