আওয়ামী লীগ ক্ষমতায় আসতে কখনো জ্বালাও-পোড়াও করেনি : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ হচ্ছে ঐহিত্যবাহী, গণতন্ত্র চর্চায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেশে হত্যা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করেনি। কিন্তু বিএনপির জন্মই হয়েছিল শত শত মুক্তিযোদ্ধাকে হত্যা করে তাদের রক্তে ভেঁজা পথ পেরোনো ইতিহাসের মধ্যে দিয়ে।’

বৃহস্পতিবার বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলার চর বানীপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখনই দেশে হত্যা, গুম, সন্ত্রাস-নৈরাজ্য, আগুন সন্ত্রাস ঘটিয়েছে। প্রকৃতপক্ষে বিএনপি হচ্ছে দেশের একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারপরও বিএনপি যদি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে, মিছিল সমাবেশ করে, আওয়ামী লীগ কখনোই তাদের বাধা দেবে না। কিন্তু তারা যদি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তাহলে এদেশের শান্তিপ্রিয় মানুষ বসে থাকবে না, তাদের আগুন সন্ত্রাসকে প্রতিহত করবে।’
চর বানীপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা আকন্দের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, হাজী দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, চর বানীপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মো. মজিবুর রহমান প্রমুখ।