র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা একটি চোরাই ইজিবাইকসহ আশরাফুল (৩২) নামে এক যুবককে আটক করেছে। আশরাফুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। বর্তমানে যশোর শহরের পালবাড়ি টালিখোলা এলাকার ফকরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকে।
র্যাবের ডিএডি রিপন সিকদার জানিয়েছেন, বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে পালবাড়ি মোড়স্থ জিহাদ এন্টারপ্রাইজের সামনে থেকে গোপন সূত্রে সংবাদ পেয়ে আশরাফুলকে একটি ইজিবাইকসহ আটক করা হয়। পরে তাকে ইজিবাইকে কাগজপত্র দেখাতে বললে সে বৈধ কোন কাগজ দেখাতে পারেনি।
তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিক ভাবে সে জানিয়েছে ইজিবাইকটি চোরাই। সে এটি যশোর শহরের চালাচ্ছে। পর তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা করা হয়।