যশোর সদরের বলাডাঙ্গা গ্রামের গবিন্দের মোড়ে শেখ সোহাগ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ফরিদপুর জেলার হাবেলি বর্তমানে যশোর সদরের বলাডাঙ্গা গ্রামের মৃত শেখ আদল উদ্দিনের ছেলে শেখ ধলু (৫৫) বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মামলা করেন। মামলায় একজনের নামে উল্লেখসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামি করা হয়। মামলার আসামি হলো শহরের শংকরপুরের মৃত মোকাদ্দেস মিয়ার ছেলে সেলিম মিয়া (৪০)।
মামলায় শেখ ধলু বলেছেন, সন্নাসী দিঘীরপাড়ে তার ছেলে সোহাগের টিনের দোকান আছে। সে প্রতিদিন বাড়ি থেকে দোকানে যাওয়া আসা করে। ২৬ অক্টোবর বুধবার বিকেলে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বলাডাঙ্গা গোবিন্দের মোড়ে পৌঁছুলে আসামি সেলিম মিয়াসহ সহযোগি অজ্ঞাত আসামিরা সোহাগের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এক পর্যায়ে আসামিরা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে সোহাগের বুকের বাম পাশে, পেটে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুত্বর জখম করে। সোহাগ মাটিতে পড়ে গেলে অন্য আসামিরা তাকে আবারো মারপিট করে। সন্ত্রাসীদের হাতে থেকে বাচার জন্য সোহাগ চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধারের জন্য এগিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা সোহাগকে খুন জখমের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত সোহাগকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে মামলা করে।