যশোরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা জানিয়েছেন, শুক্রবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চাঁচড়া রায়পাড়া প্রাইমারি স্কুলের পেছনে অভিযান চালিয়ে আব্দুর রশিদ (৪৬) নামে এক বচ্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রশিদ চাঁচড়া রায়পাড়া পশ্চিমাংশের মৃত আব্দুল আজিজের ছেলে।
ডিবি পুলিশের এসআই নির্মল কুমার ঘোষ জানিয়েছেন, গত শুক্রবার রাত ১১টার দিকে উপশহর ই ব্লক এলাকা থেকে মুমিনা খাতুন ওরফে কাজল (৪৩) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কাজল শহরের লালদিঘির পূর্বপাড়ের মৃত আজিজুর রহমান বাবুর স্ত্রী।
ডিবি পুলিশের এসআই নিতাই চন্দ্র দাস জানিয়েছেন, গত শক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুন হাট বাজারের একটি ফলের দোকানের সামনে থেকে ৭শ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো, শহরের চাঁচড়া রেলগেট এলাকার আমজাদ হোসেনের ছেলে রিফাত হোসেন বিজয় (২২) এবং খড়কী এমএম কলেজের দক্ষিণ গেটের কামরুলের বাড়ির ভাড়াটিয়া কাজী তানভীর ইসলাম অন্তরের স্ত্রী তৃষ্ণা আক্তার প্রিয়া ওরফে তৃষা (২২)।