বাগআঁচড়ায় পুলিশং ওপেন ডে পালিত

যশোরের শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ‍্যোগে বিট পুলিশিং ওপেন ডে ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে শনিবার (২৯অক্টোবর) সকালে বাগআঁচড়া বিট পুলিশং এর আয়োজনে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আাসাদুল ইসলামের সভাপতিত্বে ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এএস আই ফিরোজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) কাজী শহিদুল ইসলাম।

এসময় তিনি বলেন সমাজের অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করতে সকল শ্রেণীর মানুষের সহযোগিতা প্রয়োজন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, বাগআঁচড়া, নাভারন, বেনাপোল শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে কিনা, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রফিক, জাকারিয়া সহ বাগআঁচড়া বিট পুলিশিং এর সকল নেতৃবৃন্দ।