বৃহস্পতিবার রাতে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নেতাকর্মীরা। ছবি: সমকাল
বৃহস্পতিবার রাতে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নেতাকর্মীরা। ছবি: সমকাল
আগামীকাল শনিবার সিলেটে বিএনপির গণসমাবেশকে সামনে রেখে সরকারি আলিয়া মাদরাসা মাঠ এখন উৎসবমুখর। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই বিভাগীয় এ সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতিতে চলছে স্লোগান। বিভিন্ন ক্যাম্পে ও মাঠের ভেতর যেন উৎসবের আমেজ। জেলা-উপজেলা ও থানাভিত্তিক বড় বড় ক্যাম্প তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বিএনপির নেতাকর্মীরা শনিবারের আগেই অবস্থান নিয়েছেন নিজ এলাকার নেতার ক্যাম্পে।
বিএনপি নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ, নবীগঞ্জের সাবেক সংসদ সদস্যসহ মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন উপজেলার কমপক্ষে ২০টি ক্যাম্প রয়েছে। আগাম গণসমাবেশে আসা এসব কর্মী রাতে ক্যাম্পে অবস্থান করেন।
এসব ক্যাম্পে রান্নার আয়োজনও ছিল। সমাবেশের মাঠেই খাবার খেয়েছেন নেতাকর্মীরা।