দলের সিনিয়র নেতাদের প্রতি অমনোযোগী ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সময়জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সমালোচনা করেন তিনি।
সম্মেলনে এই দুই বক্তা দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ায় সময়স্বল্পতার কারণে আমন্ত্রিত অতিথি হিসেবে আসা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য দিতে পারেননি।
এ নিয়ে সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘অনেক তো নেতা আসছে, কর্মী কোথায়? এই ছাত্রলীগ আমরা চাই না। শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ, এই ছাত্রলীগ নয়। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে। খাঁটি কর্মী বিশৃঙ্খলা করে না। সব নেতা হয়ে গেছে!’
‘আজকে নানকের (জাহাঙ্গীর কবির নানক) মতো, আপনাদের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, যুবলীগের চেয়ারম্যান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সময়ের অভাবে বক্তব্য দিতে পারলেন না। আপনারা মাইক ধরলে ছাড়েন না। পরে কে বলবে, এটা খেয়াল থাকে না।’
তিনি বলেন, ‘আজকে জুম্মার দিন কি না, খেয়াল থাকে না। এই ছাত্রলীগ আমরা চাই না। সুশৃঙ্খল করুন, সুসংগঠিত করুন। কথা শুনবে না, এই ছাত্রলীগ আমাদের দরকার নাই। অপকর্ম করবে, এই ছাত্রলীগ দরকার নাই। দুর্নামের ধারা থেকে ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে, এটাই আজকে অঙ্গীকার।’
‘বাহাউদ্দিন নাছিম আজ কারা নির্যাতিত নেতা আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক, বক্তব্য করতে পারে নাই। আমন্ত্রিত অনেকেই আজকে আওয়ামী লীগের মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক তারা বক্তা ছিল। বক্তব্য দিতে পারে নাই। বিপ্লব (বিপ্লব বড়ুয়া) বক্তব্য দিতে পারে নাই। তাহলে দাওয়াত দিলেন কারা?’
এ সময় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের উদ্দেশে তিনি বলেন, ‘একটু একটু করেও বলতে পারল না। আপনারা দুজনের এক ঘণ্টা…। মনে নেই, আজ শুক্রবার? লেখকের না হয় মনে ছিল না, জয়ের কি মনে ছিল না?’
এ সময় স্লোগান বন্ধ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যার নামে স্লোগান দেবেন, তাকে নেতা বানাবো না। নেত্রীকে বলে দেবো। স্লোগান যার নামে হবে সে বাদ।’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সম্মেলন সঞ্চলনা করেন দক্ষিণের সভাপতি মেহেদী হাসান, জোবায়ের আহমেদ, উত্তরের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।
সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।