যশোরে চাঁদা না দেয়ায় দোকান কর্মচারীকে ছুরিকাঘাত

যশোর শহরের জেলরোডে ফার্নিচার দোকানের এক কর্মচারির কাছে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে মারপিট ও ছুরিকাঘাত করেছে দূর্র্র্র্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে সাড়ে চারটার ঘোপ জেলরোডে মায়া ফার্নিচারের সামনে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী আব্দুর রবের স্ত্রী পারভীন আক্তার কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, ঘোপ বেলতলা বউবাজার এলাকার জীবন, নূরনবীসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন ।

অভিযোগে বাদি উল্লেখ করেন, বিবাদীরা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযুক্তরা ঘোপ জেলরোডে মায়া ফার্নিচারের দোকানে গিয়ে কর্মচারি আব্দুর রবের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করায় জীবন, নূরনবীসহ বেশ কয়েকজন তাকে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারপিট করে ও চাকু দিয়ে পিঠে আঘাত করে। এরপর প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগের তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হেলাল সরদার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।