সংবাদ প্রকাশের পর সাঈদ ফুড বেকারীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

সংবাদ প্রকাশের পর যশোরের শার্শা উপজেলার গোড়পাড়ায় সাইদ ফুড বেকারীতে বুধবার (৭ডিসেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক গোড়পাড়া নিমতলা মোড়ের পাশে অবস্থিত সাঈদ ফুড বেকারীতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে সাঈদ ফুড বেকারীর মালিক মোঃ জুলফিকার হোসেন’কে প্রশাসনিক ব্যবস্থায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সময় উপস্থিত ছিলেন ক্যাব সদস্য মোঃ আব্দুর রকিব সরদার সহ জেলা পুলিশের একটি চৌকস টিম।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ অলিদ বিন ওয়াহেদ জানান, বেকারির পরিবেশ উন্নত ও বিএসটি’আই অনুমোদনসহ সরকারি সব কাগজ এক মাসের মধ্যে করবে এই সত্যে সাঈদ ফুড এর মালিক মোঃ জুলজিকার হোসেন’কে এক মাস সময় দেয়া হয়েছে যদি সে এই সময়ের মধ্যে কাগজপত্র আবেদন না করে তাহলে জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।

উল্লেখ্যঃ “শার্শায় প্রশাসনের নাকের ডগায় যত্রতত্র বেকারী- তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য” এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদ প্রকাশিত হয়।