শার্শায় খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন 

যশোরের শার্শায় খ্রিষ্টান ধর্মীয় অবলম্বীরা নানা আয়োজনে তাদের ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন করছে। বরিবার সকালে উপজেলার উলাশী ক‍্যাথলিক মন্ডলীর আয়োজনে এই বড় দিনের উৎসব পালন করা হয়।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস, ২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মের দিনে এই উৎসবটি পালিত হয়।

কারণ খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট এদিনেই বেথলেহেম নগরীতে অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যিশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। তার এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বব্যাপী তাকে স্মরণ করেন ও জাকজমক পূর্ণভাবে দিনটি উদযাপন করেন।

উক্ত বড় দিন উদযাপন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মিষ্টার সলমন দাস। এসময় আরো উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মের অন্যান্য সদস্যরা, ও শার্শা থানায় কর্মরত এসআই মোঃ আনিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন।