আপসে নয়, গণঅভ্যুত্থানে হবে সরকারের পতন: ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই সরকার আপসে ক্ষমতা ছাড়বে না। কিন্তু দেশের জনগণ জেগে উঠেছে। জনগণই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের ব্যবস্থা করবে। এটা সময়ের ব্যাপার।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।

ড. মোশাররফ বলেন, ‘বিএনপি একক দল হিসেবে বিভিন্ন বিভাগে গণসমাবেশ করেছে। এই সরকার তাতে বাধা সৃষ্টি করতে পরিবহন ধর্মঘট দিয়েছে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে। তার পরও প্রতিটি বিভাগীয় গণসমাবেশ সফল হয়েছে। এসব সমাবেশে শুধু বিএনপির নেতাকর্মীরা ছিলেন না, জনগণ ছিল।’

খন্দকার মোশাররফ দাবি করে বলেন, ‘গণতন্ত্রের কথা কেবল বিএনপির মুখেই মানায়। বিএনপি এটার দাবিদার। জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ডা. মো. ফখরুজ্জামান ও ডা. মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের মহাসচিব ডা. আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল প্রমুখ বক্তব্য দেন।