বেনাপোলে স্বর্ণ উদ্ধার

বেনাপোল পোর্ট থানায় দুই বার স্বর্ণ নিয়ে পুলিশ সদস্যর পালানোর ঘটনা থাকলেও এবার স্বর্ণ উদ্ধার করে জমা দেওয়া হয়েছে ।বেনাপোল পোর্ট থানা পুলিশ ভারতে পাচারের জন্য আনা ১০ টি স্বর্ণের বার (১ কেজি.১৬২) উদ্ধার করেছে। মঙ্গলবার রাত ১১ টার সময় বেনাপোল সীমান্তের সাদিপুর মুসলিম হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে স্বর্নের এ চালানটি উদ্ধার করে। এসময় পাচারকারী দৌড়ে পালিয়ে যায়।

পোর্ট থানার সেকেন্ড অফিসার অমিত দাস বলেন, সোর্সের মাধ্যেমে জানা জায় ওই এলাকা দিয়ে ফেনসিডিল পাচার হয়ে আসছে। ওই সংবাদ এর ভিত্তিতে সাদিপুর রোডে অভিযান চালালে দুই জন লোক পুলিশ এর উপস্থিতী বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। এসময় তারা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটি উদ্ধার করে তার মধ্যে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত স্বর্ণের মুল্য ১ কোটি ১৫ লাখ টাকা।