‘বিশ্বকাপটা ম্যারাডোনার হাত থেকে নিতে চেয়েছিলাম’

ফুটবল বিশ্বের সব ট্রফিই নিজের করে নিয়েছিলেন আর্জেন্টিনার ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। আক্ষেপ ছিল শুধু বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখার। কাতার বিশ্বকাপে তার নেতৃত্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর সেই স্বপ্নকেও ছুঁয়ে ফেলেছেন মেসি। নিজের প্রথম বিশ্বকাপের সাথে আর্জেন্টিনাকে পাইয়ে দিয়েছেন তৃতীয় শিরোপা।

তবে আরাধ্য এই শিরোপা জিতেও মেসির আফসোস, বিশ্বকাপটা ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের অন্যতম ডিয়েগো ম্যারাডোনার হাত থেকে নিতে পারেননি।

বিশ্বকাপ জেতার পর প্রথম সাক্ষাৎকারে আর্জেন্টাইন রেডিও উর্বানা প্লেই’কে বলেন, ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপটা নেওয়ার ইচ্ছে ছিল। তিনি বলেন, ডিয়েগো সেদিন থাকলে আমার কাপটা তিনিই দিতেন, ওই ছবিটা কত দারুণই না হতো! ডিয়েগো ছাড়াও ওপর থেকে আরও যারা আমাদের ভালোবাসে, তাদের ভালোবাসায় জোর ছিল বলেই এটা সম্ভব হয়েছে।

সাক্ষাৎকারে ফাইনালের আগের রাতের কথা স্মরণ করে মেসি বলেন, ঘুমটা ভাল হয়েছে, তেমন দুশ্চিন্তা ছিল না। এটাই বারবার মনে হচ্ছিল যে, বিশ্বকাপটা জেতার জন্য যতটা সম্ভব সব চেষ্টাই করেছি।