জাতীয় সংসদ উপনির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন
জানা যায়, হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ৫৫৪৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৩২৫০৬ ভোট।
এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।