শার্শার বেলতলায় গড়ে উঠেছে মৌসুমী ফলের বাজার

যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে মৌসুমী ফলের বাজার। আম, এবং কুল মৌসুমে মুখরিত হয়ে ওঠে এখানকার সব আড়ৎ গুলো। প্রতিদিন এখান থেকে দেশের রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হচ্ছে এই সব মৌসুমী ফল।

বতর্মানে এই অঞ্চলের অর্থকারী ফসল হিসেবে পরিচিতি লাভ পেয়েছে কুল, কোথাও কোথাও এই ফলটিকে চেনে আবার বরুই ফল হিসাবে।

যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়া উপজেলার মাঠ জুড়ে চাষ হচ্ছে এই লাভ জনক ফসলটি, তাইতো দিনে দিনে অন্য কৃষকেরাও ঝুকছেন এই ফল চাষে।

কুল চাষী শরিফুল ইসলাম জানান, গত দুই বছর দেশে করোনা ভাইরাস থাকার কারণে দাম কম থাকলেও, এবছরে মহামারি না থাকায় বেশি দামে বিক্রি করতে পেরে খুশি চাষীরা।

বেপারী জিনারুল ইসলাম জানান, এবছর দেশে চাহিদা বেশি থাকায় আমরাও কুল কিনে ভালো দামে বেচতে পেরে খুশি।

এদিকে স্থানীয় আড়তদার গিয়াস উদ্দিন ও আবুল কালাম জানান, চাহিদা ও দাম ভালো থাকায় তাদের ব্যবসা এবছর ভালো যাচ্ছে। তবে তারা যাদে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কামনা করেছেন।