‘মাদক ও বাল্যবিয়ে রোধসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে’-অতিরিক্ত সচিব

তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ বলেছেন, মাদক ও বাল্যবিয়ে রোধসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এছাড়া ডিজিটাল অপপ্রচার রোধ, গুজব বন্ধসহ নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। দুর্নীতি ও অনিয়ম রোধ করে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনার মধ্য দিয়ে দেশ আরো এগিয়ে যাবে। নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার বাগবাড়ি মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন-জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা গণগ্রন্থাগারের সহকারী পরিচালক তাজমুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ অনেকে।

সমাবেশে বিভিন্ন পেশার নারীরা উপস্থিত ছিলেন। তাদেরকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবগতসহ দুর্নীতিমুক্ত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।