ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণ করা হচ্ছে

দুর্নীতির কেলেঙ্কারির জন্য ব্যাপক চাপে রয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। তাকে এই পদ থেকে সরানো হচ্ছে বলে জানিয়েছেন জেলেনস্কির একজন উপদেষ্টা।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বাখমুতে তীব্র লড়াই চলছে। রুশ সেনারা অঞ্চলটি দখলে নিতে বেশ অগ্রসর হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে তার পদ থেকে সরানোর উদ্যোগের তথ্য সামনে আসল।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলো- প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় এক উপদেষ্টা, চারজন সহকারী মন্ত্রী ও পাঁচজন আঞ্চলিক গভর্নর।
ইতোমধ্যে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার নির্দেশের পরই শুরু হয়েছে দুর্নীতিবিরোধী অভিযান।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি ঘুষ, খাদ্যদ্রব্য মজুত করে রেখে উচ্চ মূল্যে বিক্রি ও একজনের বিরুদ্ধে সরকারি অর্থে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ ওঠে। এরপরই প্রেসিডেন্ট জেলেনস্কি দুর্নীতিবিরোধী অভিযানের নির্দেশ দেন। প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে জনগণের মধ্য থেকে দাবি উঠেছে। এ অবস্থায় প্রেসিডেন্ট এমন ব্যবস্থা নিয়েছেন।

দুর্নীতিবিরোধী অভিযানের প্রথম ধাপেই সরকারের অনুমতি ছাড়া জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।