ঝিনাইদহের পবিত্র শবে মিরাজ’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার উদ্যোগে পবিত্র শবে মিরাজে’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।নিজস্ব মিলনায়তনে বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক।

স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ মিজানুর রহমান।অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও পুরাতন হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম