কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে শনিবার সকালে বিএনপির পদযাত্রা বের হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
এ সময় পুলিশ কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ ২০ নেতাকর্মীকে আটক করে।
সকাল সাড়ে ৯ টার দিকে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকা থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। কিছুক্ষণ পরই পদযাত্রাটি পুলিশের বাধার সম্মুখীন হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের বাড়ি থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমনসহ অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বিএনপি বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শান্তিপূণ কর্মসূচিতে বাধা দেয়াসহ নেতাকর্মীদের আটকের তীব্র প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা উপস্থিত ছিলেন। তারা আটক নেতাকর্মীদের মুক্তিসহ ৪ মার্চ আবার বিক্ষোভ মিছিল ও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি ঘোষণা করায় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাদের কর্মসূচিনা করার আহবান জানানো হয়। তারা পুলিশের আহবান উপেক্ষা করে পদযাত্রাসহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে মুনিগঞ্জ এলাকায় জড়ো হতে থাকে। জেলা সদরের শান্তি-শৃংখলা বিঘ্নের আশংকায় পুলিশ বিএনপির নেতাকর্মীদের আটক করেছে।